প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১৬:৪৩
ভূরুঙ্গামারী যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার ২৮ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রামের ৮টি ও শেরপুরের ৩টি উপজেলা কমিটি সহ মুন্সিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
ভূরুঙ্গামারী উপজেলা যুবদল কমিটির আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম শান্তকে এবং সদস্য সচিব করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন বাবুকে। এছাড়া ৯ জনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নিবেদিত প্রাণ কর্মীদের সমন্বয়ে স্বচ্ছ ও সুন্দর পূর্ণাঙ্গ কমিটি গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব।