প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ২১:৩৯
বরিশালে চলছে তীব্র দাবদাহ। গত কয়েকদিন ধরেই বরিশালের উপর দিয়ে বয়ে যাচ্ছে খরতাপ। ফলে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা রোদের তীব্রতা উপেক্ষা করে রোজগারে নেমেছেন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে প্রচ- রোদে রাস্তার মধ্যেই একজন রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে হঠাৎ অসুস্থ হয়ে ওই রিক্সা চালকের মৃত্যু হয়।
প্রচ- গরমে হিটস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। মৃত রিক্সাচালক রাজা মিয়া (৬৭) নগরীর মথুনারাথ স্কুল সংলগ্ন গলির বুলবুল মিয়ার ভাড়াটিয়া। এদিকে রোদের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর।
স্থানীয়রা জানান, রাজা মিয়া তার রিক্সা নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেয়ার চেষ্টা চালানো হয়। পরে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
বরিশাল কোতয়ালি মডেল থানার এ.এস.আই রিয়াজ জানান, ল্যাব এইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমনকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসলে তাদেরকে সাথে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজা মিয়োকে।
বরিশাল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: আফিয়া সুলতানা পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, রাজা মিয়ার পূর্বে কোন ধরণের অসুস্থতা লক্ষ্য করা যায়নি। তবে সে রোজা রেখে রিক্সা চালাতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে পরিশ্রম করায় হিটস্ট্রোক করে তিনি মারা গেছেন।
মৃত রাজা মিয়ার ছেলে ইমন মিয়া জানান, তার বাবার মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ি ঝালকাঠিতে গেছেন, সেখানে দাফন করা হবে।
এদিকে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাসির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২ টায় বরিশালের তাপমাত্রা সর্বোচ্চ ছিলো ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি মৌসুমে বরিশালে সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিলো গত ২৫ এপ্রিল। রোদের তীব্রতা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।