প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১২:১৫
ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ২৭ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন উপলক্ষে গতকাল ২৬ এপ্রিল একদিন বন্দরে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু রয়েছে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১