প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৬:৪০
করোনা সংক্রমণ রোধে লকডাউনের কারণে অসহায় সুবিধা বঞ্চিত যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ (হিজরা), প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয় হয়।
শনিবার ( ২৪এপ্রিল) বেলা ১২ টার দিকে দেশের বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর পাশে গনস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল মাঠ চত্বরে সামাজিক দুরুত্ব বজায় রেখে তাদের মাঝে চাউল ৫কেজি ,চিড়া ১ কেজি, ডাউল ১ কেজি,আলু ২ কেজি, সয়াবিন তেল ৫০০ গ্রাম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মো. মাহাবুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. ইউনুছ মোল্লা, যৌনকর্মীদের সংগঠন মুক্তিমহিলা সমিতির সভানেত্রী মোছা. মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম, তৃতীয় লিঙ্গের সভাপতি মাহিয়া মাহি প্রমুখ। গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার মো. আমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের অবহেলিত অসহায় যৌনকর্মী, প্রতিবন্ধী,ও তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে করোনা কালিন লকডাউনের সময় ১৫'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে অন্যদের ও দেওয়া হবে। গত বছরও অসহায় যৌনকর্মীদের মাঝে করোনা সংক্রামন রোধে লকডাউনের সময় কয়েক দফা খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিলো।
#ইনিউজ৭১/জিয়া/২০২১