https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

লকডাউন তুলে নিন, সবাইকে নিয়ে আমি জেলে চলে যাব :বাবুনগরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:৫৫

শেয়ার করুনঃ
লকডাউন তুলে নিন, সবাইকে নিয়ে আমি জেলে চলে যাব :বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকা পাঠান। আমি অভিযুক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব। বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে বাবুনগরী বলেন, লকডাউনের অজুহাতে জোর-জবরদস্তি করে যেসব মাদরাসা ও হেফজখানা বন্ধ করে কুরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দিন। যাতে কুরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, পবিত্র রমজান মুসলমানদের জন্য আমল করার সেরা সময়। আল্লাহর কাছে আনুগত্য ও গোলামি প্রকাশ করা এবং নেকি বাড়ানোর জন্য গুনাহগার বান্দার আপন সত্তা ও অহং বিলীন করার মাস এই মাহে রমজান। অথচ এ মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেপ্তার, নির্যাতন চালানো হচ্ছে। 

তিনি অভিযোগ করে বলেন, 'তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারা দেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দি আলেম-উলামাদের মুক্তি দিন বলে আল্লামা বাবুনগরী সরকারের কাছে এসব দাবি জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ব বদলে দিতে বাংলাদেশের আইডিয়া:প্রধান উপদেষ্টা

বিশ্ব বদলে দিতে বাংলাদেশের আইডিয়া:প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো উদ্ভাবনী আইডিয়া রয়েছে। তিনি দেশের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বৈশ্বিক প্রভাব তৈরির সুযোগের কথা তুলে ধরেন।   বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এ দাবি করেন। চার দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ, যদিও কার্যক্রম শুরু হয়েছে

ঈদের ছুটিতে ৯৯৯ নম্বরে ভুয়া কলের চাপ, সংঘর্ষ-মারামারিতে আহত বহু

ঈদের ছুটিতে ৯৯৯ নম্বরে ভুয়া কলের চাপ, সংঘর্ষ-মারামারিতে আহত বহু

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা সাইদ খান (৩৫) গত ২৯ মার্চ ঈদের জন্য জুতা কিনতে যান কানাইপুর বাজারের জুতাপট্টি এলাকার রহমত সু-স্টোরে। কিন্তু পছন্দ না হওয়ায় রাত আটটার দিকে জুতা বদলাতে গেলে দোকানদার রহমতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার রহমত ক্ষিপ্ত হয়ে সাইদকে মারধর করেন।  এ ঘটনার পরপরই সাইদ খান তার লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে দুই

বিদেশি বিনিয়োগে যে ৪ প্রধান বাধা সম্পর্কে জানলেন বিদেশীরা

বিদেশি বিনিয়োগে যে ৪ প্রধান বাধা সম্পর্কে জানলেন বিদেশীরা

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারি সেবার মান, ইউটিলিটি সেবার অপ্রতুলতা, দুর্নীতি এবং সরকারি সংস্থার সঙ্গে বিনিয়োগকারীদের বোঝাপড়ায় ঘাটতি এসব চ্যালেঞ্জের বড় কারণ হিসেবে উঠে এসেছে। ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এসব অভিজ্ঞতার কথা সরাসরি জানিয়েছেন সরকারের দায়িত্বশীলদের। তারা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নানা ধরনের

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হওয়া এই সম্মেলনে প্রথম থেকেই দেশ-বিদেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সরব উপস্থিতি দেখা গেছে।  এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) সকালে সম্মেলনের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্মেলনে উপস্থিত থেকেই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর আগেই সংস্থাটি দেশে ৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি জানান, নতুন