প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১২:৫৬
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লরি চালক ও কাভার্ডভ্যানের হেলপার রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের আটগ্রাম এলাকায় ঢাকাগামী একটি লরিকে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরি চালক ও কাভার্ডভ্যান হেলপার নিহত হন।
এ দুটি যানবাহনের সংঘর্ষের সময় অপর একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুর্ঘটনাকবলিত লরি ও কাভার্ডভ্যান উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।