প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৫:২২
কুমিল্লার দেবীদ্বারে সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে দেয়ার ৫ মাস পর দ্বিতীয় অপারেশনে পেট থেকে গজ বের করা হয় প্রসূতি শারমিন আক্তার (২৫)এর। দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন শারমিন আক্তার।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। শারমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা মোঃ মোবারক হোসেন।
বুধবার ভোরে শারমিনের মরদেহ ঢাকা থেকে তার বাবার বাড়ি দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে আনা হয়। সেখানে সকাল দশটায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। স্বামীর বাড়ি মুরাদনগর উপজেলার মোগসাইর গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।
শারমিনের স্বামী রাসেল মিয়া জানান, গত বছরের ৫ নভেম্বর দেবীদ্বার আল ইসলাম হাসপাতালের খন্ডকালীন চিকিৎসক ডা. রোজিনা আক্তার ও আল ইসলাম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা আক্তার লিন্টা তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন।সেখানে এক ছেলে সন্তান জন্ম হয় তার। গত ৯ নভেম্বর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
কিন্তু অপারেশনের সময় কর্তব্যরত ডাক্তার ও তার সহযোগীরা ভুল বশত: পেটে গজ রেখেই সেলাই করে দেয়। পেটে তীব্র ব্যথায় শারমিনের অবস্থা সংকটাপন্ন দেখে গত ৬ এপ্রিল রাতে ময়নামতির একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পুনরায় ডাক্তার কর্নেল আবু দাউদ মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসক তার পেটে অপারেশন করে পেট থেকে গজ বের করেন।
কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত শনিবার ( ১০ এপ্রিল) ভোরে তাকে ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, ডাক্তারের এমন ভুল আমার সুখের সংসারকে অথৈ সাগরে ডুবিয়ে দিলো। ডাক্তারের ভুলে এতিম হয়ে গেল আমার সন্তানেরা। আমার সাড়ে ৩ বছরের কন্যা মানহা এবং সাড়ে ৫ মাস বয়সী মুনতাছির কিভাবে মায়ের শূন্যতা পূরন করবে?
#ইনিউজ৭১/জিহাদ/২০২১