প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৩:৯
পহেলা বৈশাখ ১৪২৮ খ্রিস্টাব্দ বাংলা " শুভ নববর্ষ " উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি -রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন,
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বন্দরে ভারত - বাংলাদেশের সকল আমদানি- রফতানি বন্ধ রয়েছে। তবে কঠোর লকডাউনে সরকারের কোন বিধি নিষেধ না থাকায় আগামীকাল ( বৃহস্পতিবার) থেকে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পহেলা বৈশাখ সরকারি ছুটির কারণে বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্দরের ভিতরে লোড- আনলোডসহ সকল কার্যক্রম চালু হবে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১