নওগাঁর মান্দায় পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে এক শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধু রবিবার সকালে থানায় অভিযোগ করেছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর নীচপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান একজন মাদকসেবী (গাঁজা)। তার মাদকসেবন করা নিয়ে পরিবারে মাঝে মধ্যেই কলহ হতো। গত তিন মাস আগে স্ত্রীকে মারপিট করেন। পরে স্ত্রী তার ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। বাড়িতে আব্দুর রহমান, তার মা, বড় ছেলে ও ছেলের বউ থাকতো।
গত ছয়মাস আগে ছেলের বিয়ে হয়েছে। রাজমিস্ত্রীর কাজ করায় বেশির ভাগ সময় ছেলে বাড়ি বাহিরে থাকে। তবে সপ্তাহ পর পর বাড়ি আসত। ছেলে বাড়িতে না থাকার সুযোগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর আব্দুর রহমান গোপনে দরজা খুলে পুত্রবধুর ঘরে প্রবেশ করে এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ছেলের বউ চিৎকার দিলে হুমকি-ধামকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আব্দুর রহমান।
রাতেই গৃহবধু তার স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে স্বামী বাড়ি আসে। এর পর রবিবার সকালে গৃহবধু ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ঘটনার পর থেকে আব্দুর রহমান তার ছেলেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভুগি ওই গৃহবূধু বলেন, আমার স্বামী রাজমিস্ত্রীর কাজ করায় অনেক সময় বাহিরে থাকতে। কাজের চাপের কারনে গভীর রাতে বাড়ি ফিরে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে একা থাকার সুযোগে আমার শ্বশুর ঘরের দরজা খুলে আমাকে ধর্ষন চেষ্টা করতে লাগলে আমি চিৎকার দেয়ায় আমাকে হুমকি দিয়ে বের হয়ে যায়। এখন নানাভাবে হুমকি দিচ্ছে যাতে অভিযোগ তুলে নিই। এমন খারাপ মনের মানুষ এর কঠিন শাস্তি চাই।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শ্বশুর কৃর্তক ধর্ষন চেষ্টার অভিযোগে এনে ভুক্তভুগি ওই গৃহবূধু থানায় একটি অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।