প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:৪১
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এমপি ডিউক এখন চিকিৎসকদের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালোই আছে।যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম এ সদস্য ২০১৪ সালে রংপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।