প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৫:৩৩
বরিশালের হিজলা থানার আয়োজনে বৃহস্পতিবার ৮ এপ্রিল বেলা ১১ টায়, হিজলা থানার সভাকক্ষে অফিসার ইনচার্জ ( ওসি ) অসীম কুমার সিকদার এর সভাপতিত্বে - কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের প্রকোপ মোকাবেলা এবং করোনাকালীন আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন ( পিপিএম ) বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান সিকদার, মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার,
গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল লতিফ খান, হিজলা সরকারি কলেজের শিক্ষক মণ্ডলী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় হিজলা থানায় জরুরী ভিত্তিতে একটি স্পীডবোটের প্রয়োজনের কথা উঠে এসেছে , হিজলায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীব্র ভাঙনের কবলে উপজেলা পরিষদ হুমকির মুখে, হিজলা মৎস্য অভয়াশ্রমে মৎস্য অফিসার ও বিতর্কিত মাঝির অবৈধ লেনদেন, অবৈধ যানবাহনের বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মুক্ত আলোচনা হয়েছে ।