প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১১:৩১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শুক্রবার সকাল পৌঁনে ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ভারতের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর ওমা রামকে মিষ্টি উপহার দেন।
এসময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর সদস্য ও সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল রফিকুল ইসলাম জানান, আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ'কে আমার পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার বিজিবি সদস্যরা মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। প্রায় প্রতিটি দিবসে আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে থাকি।
বাংলাদেশ স্বাধীনের তাদের একটা বড় অবদান রয়েছে। তাই তাদের সাথে সব সময় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে আমরা এই সব আয়োজন করে থাকি।