প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১০:২২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬ টায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
পরে জেলা আওয়ামীলীসহ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন। এদিকে গতকাল রাত নয়টায় কুয়াকাটা সৈকত এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গনহত্যায় নিহত শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্জলন করেন। এসময় কুয়াকাটা তরুন ক্লাবে উদ্যোগে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকত এলাকায় গিয়ে শেষ হয়।
রেলীতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, ট্যুর অপারেটরস এ্যাসোশিয়েসনের (টোয়াক)সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।