প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৮:৪৬
মির্জা শহীদুজ্জামান দুলাল, টাঙ্গাইল ॥
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির অভাবে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। পৌরসভার পানি সরবরাহের পাইপ নষ্ট হওয়ায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, রোববার (২২ মার্চ) থেকে টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহকৃত পাইপ লাইন নষ্ট হওয়ায় হাসপাতালের অপারেশন বিভাগ ও সাধারণ ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে পানি সরবরাহ বন্ধ হওয়ায় বাইরে থেকে পানি এনে চিকিৎসকদের জরুরি অপারেশন কার্যক্রম চালাতে হচ্ছে। এছাড়া রোগীদেরও বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে তাদের। খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া হাসপাতালের টয়লেটে গুলো নোংরা হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
পানির সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, পানি না থাকার বিষয়িট রোববার সন্ধ্যায় তিনি জানতে পেরেছেন। তিনি জানান, পৌরসভার পানি সরবরাহের পাইপটি নষ্ট হওয়ায় এমন দুর্ভোগে পড়েছেন তারা। তবে বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বিকল্পভাবে পানি সরবরাহ করতে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে।
টাঙ্গাইল গণপূর্ত বিভাগ থেকে জানানো হয়েছে খুব দ্রুতই বিকল্প পদ্ধতিতে হাসপাতালে পানি সরবরাহ শুরু হবে।