প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৮:২২
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে ৮৮টি বাড়িঘর ৮টি মন্দির ভাংচুেরর প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে বাংলাদেশ বর্মন যুব পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটের কালিয়াকৈর শাখার উদ্যোগে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীর বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন বর্মন,সাংগঠনিক সম্পাদক প্রমির বর্মন,কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু চান মোহন সরকার, সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার,পরেশ চন্দ্র বর্মন প্রমূখ।
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ যার ধর্ম তার কাছে অন্যের কী বলার আছে’ বলিষ্ঠ কন্ঠে এ স্লোগান উ”চারণ করে বক্তারা বলেন, বারবার যারা দেশের সাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করছে তারা দেশ ও জনগণের শত্রু। নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বর্বরোচিত হামলা মধ্যযুগীয় বর্বতাকেও হার মানায় বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।