প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৩:৪৯
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত আটটার মধ্যে দোকান বন্ধ করে দেয়ার জন্য দোকান মালিকদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।বুধবার সকালে রাজধানীর বয়েজ ক্লাব মাঠে তিনি এই আহ্বান করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯ মাসের মধ্যে গতকাল সর্বোচ্চ ৩ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু করোনা আবারো ভয়াবহ রূপ নিলেও অধিকাংশ মানুষ এখনও অসচেতন। গণপরিবহণ শপিং পল রাস্তাঘাটে অনেকেই চলাচল করছেন মাস্কছাড়াই।
এদিকে করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালেগুলোতে বেড়েই চলছে মানুষের ভিড়। সকাল থেকে মুগদা হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল, সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।ভিড়ের মধ্যেই নমুনা পরীক্ষা টাকা জমা দেয়ার পাশাপাশি নমুনা দিচ্ছেন লোকজন। অনেক জায়গায় মানা হচ্ছে না পরীক্ষার নিয়মকানুনও।
বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনে নমুনা পরীক্ষা করাতে আসা লোকের ভিড় বেড়েছে প্রায় দ্বিগুণ।রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান।