প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ২০:২১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী ও দক্ষিন গোপালপুর গ্রামের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এ দুইটি গ্রামের কৃষকদের প্রায় ৮০একর ফসলি জমি রয়েছে দক্ষিন গোপালপুর ও পশ্চিম পূয়ালীর দুইটি বিলে।
কিন্তু ধানের মৌসুমে বিলের জমিতে ধান রোপন করলেও পানি দিতে কৃষকদের পোহাতে হয় অনেক ভোগান্তি। কৃষকদের এ ভোগান্তির কথা চিন্তা করে উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম খোকন মাতুব্বর তার নিজ অর্থায়নে প্রায় ১০ লক্ষাধীক টাকা ব্যয় করে ব্লকের ১৫থশ মিটার দুইটি ড্রেন নির্মান করে দিয়েছেন। এতে করে ওই দুইটি ব্লকের প্রায় ৪শতাধীক কৃষকের মুখে হাসি ফুটেছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ওই এলাকার কৃষক পরিবার।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিন গোপালপুর ও পশ্চিম পূয়ালী ও ধজীর সমন্বয়ে এ দুইটি ব্লক রয়েছে। এ ব্লক দুইটিতে কৃষক ধান রোপন করলেও পাকা ড্রেন না থাকায় নিয়মিতভাবে পানি দিতে পারছেন না কৃষকেরা ও ব্লক ম্যানেজারা। এ দুইটি ব্লক প্রায় ৪শতাধীক কৃষকের ভোগান্তির কথা চিন্তাকরে সেখানে দুইটি ড্রেন নিমান করে দেন আওয়ামী লীগ নেতা আবু সায়েম খোকন মাতুব্বর। এতে করে কৃষকদের মুখে দেখা দিয়েছে হাসির ঝলক।
জবেদ আলী সরদার, আবুল শেখ, বাবুল ভূইয়া, ফজলুল হক বেপারী ও সিরাজ মাতুব্বরসহ বেশ কয়েকজন কৃষক বলেন, আমাদের দুইটি ব্লক ড্রেন নির্মান করে দেয়ায় আজ আমাদের মুখে হাসি ফুটেছে।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম খোকন মাতুব্বর বলেন, কৃষকদের ভোগান্তির কথা চিন্তা করে আমি প্রায় ১০ লক্ষাধীক টাকা ব্যয় করে ব্লকের ১৫শ মিটার দুইটি ড্রেন নির্মান করে দিয়েছি। এতে করে আজ দুইটি ব্লকের প্রায় ৪শতাধীক কৃষকের মুখে হাসি ফুটেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ড্রেন দুটি নির্মান করে দেয়ায় কৃষকদের পানি অনেকটা সাশ্রয় হয়েছে। এভাবে সমাজের অসহায় মানুষের পাসে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।