
সাংবাদিক প্রাচুর্য রানা’র পিতার ইন্তেকাল, শোক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১২:৩২

চ্যানেল২৪ বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা’র পিতা সৈয়দ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন।) মঙ্গলবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সৈয়দ মোশাররফ হোসেন শুক্রবার (২০ মার্চ) কালুশাহ সড়ক নিজ বাড়িতে অবস্থানকালে মস্তিস্কে রক্তক্ষরণে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ আছর কালুশাহ সড়কের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

।

সর্বশেষ সংবাদ
