প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৮:৫৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনাথ আশ্রমের শিশুদের হাতে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
শনিবার (২০ মার্চ) রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে চতুর্থদিনের মত এই কর্মসূচি পালন করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবীর নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির মহাসচিব পি আর বড়ুয়া,
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্মবীর বুদ্ধপ্রিয় মহাথের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আখলাকুর রহমান মাইনু, সমন্বয়ক ডা. হেদায়াতুল ইসলাম বাদল, হাসিবুর রহমান বিজন, মুজাফফর হোসেন জমদ্দার, স্থপতি খায়রুল আলম সাগর, মো. মিজানুর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. মিজানুর রহমান খান বিদ্যুত, আকাশ জয়ন্ত গোপ, মো. খলিলুর রহমান, আাসাদুল করিম আসাদ, মো. মাহবুবর রশীদ, এম জেড মেহেদী স্বপন, পার্থ রহমান, নুরুল হক সজীব, বেলাল মোহাম্মদ নুরী, ইদ্রিছ আহমেদ মল্লিক,অরিন্দম হালদার,উমামা বেগম কনক, আমিনুর রশীদ দুলাল, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, কপিল চন্দ্র রায়, রাশেদুল ইসলাম, প্রমথ বড়ুয়া, জান মো. রাসেল, দেবাশীষ আইচ, আব্দুল্লাহ আল মাসুম, এরশাদুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম সাইফসহ অন্যরা।
উল্লেখ্য : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে ৮টি বিভাগীয় শহর, টুঙ্গী পাড়া ও কোটালিপাড়ায় চারদিন ব্যাপী বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা সভা এবং এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।