প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৫৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির শৃংখল মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে কেক কর্তন অনুষ্ঠান হয়েছে।
বেলা সাড়ে বারোটায় পৌরসভা মিলনায়তনে এ কেক কর্তন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর পরিষদের কাউন্সিলর এস.এম আমিরুল ইসলাম আরজু, নজরুল ইসলাম লেবু, শহিদুল ইসলাম, আজাদ হোসেন, রেজাউল করিম, গোলাম আউলিয়া, আজিজুল ইসলাম শাহ আলম, সোহেল রানা, রফিকুল ইসলাম কামরুল, নাসরিন খাতুন, আজিরন নেছা ও মাহফুজা রানী মায়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম।