প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১২:৪১
আবুল কালাম। ডাক নাম কালু। তিন ভাই একসঙ্গে গিয়েছিলেন গোলপাতা কাটতে, সুন্দরবনে। মঙ্গলবার কাচিকাটার উত্তর খালে জঙ্গলে নেমে গোলপাতা কাটছিলেন বাওয়ালীরা। হঠাৎই বাঘের হানা। কালুকে ধরে নিয়ে যায় সুন্দরবনের বাঘ। দুপুর দুইটার দিকের ঘটনা।
সঙ্গীরা পিছু নেয়। বিকেলের মধ্যেই বাঘের মুখ থেকে কেড়ে আনে কালুর মরদেহ। গভীর রাতে লাশ নিয়ে লোকালয়ে ফিরে বাওয়ালীরা।
কালুর বাড়ি সাতক্ষীরার ন'বেঁকীর আটুলিয়ায়। বাবা আতিক গাজীকেও খেয়েছিলো সুন্দরবনের বাঘ। তার দাদাকেও মেরেছে বেঙ্গল টাইগার!
সুন্দরবনের মানুষদের জীবনটা এমনই। অনেক কঠিন জীবন যুদ্ধের সঙ্গে মানিয়ে এভাবেই তারা জীবন জীবিকা চালিয়ে নেন । জঙ্গলে থেকে বাড়ি ফিরার নিশ্চয়তা নেই যে কালুদের !