প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ২২:২১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পিরোজপুরের কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টি জেপি’র মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী চুড়ান্ত হয়েছে।
৩নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা হলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন মুন্সী, ৩ নং কাউখালী সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রশীদ মিল্টন। শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় চূড়ান্ত করা হয়।
অপর দিকে জাতীয় পার্টি-জেপির মনোনীত চেয়ারম্যান পদে বাইসাইকেল মার্কার প্রার্থীরা হলেন ২ নং আমরাজুড়ি ইউনিয়নে ফিরোজ আলম, ৩ নং কাউখালী ইউনিয়নে নুরুল আমিন । রবিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির কাছ থেকে প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
এছাড়া কাউখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীরা হলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নে মোঃ সাইদুল ইসলাম,ও ৩ নং কাউখালী সদর ইউনিয়নে মোঃ জসিম উদ্দীন মোল্লা।
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়ন ও ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।