প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১৫:৫৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার (১৪ মার্চ) দুপুরে আলোর পথে সিরাজগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে (২ টাকার খাবার) অসহায়, পথশিশু ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোর পথে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শাখার উদ্যোগে উল্লাপাড়া উপজেলার বিজ্ঞান কলেজ চত্বরে সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। ২ টাকায় খাবার নেয়া ভ্যান চালক আরিফুল ইসলাম বলেন,
অবিশ্বাস্য হলেও সত্যি যে দুই টাকায় খাবার পাওয়া যায়। দুপুরে হঠাৎ দেখি রাস্তার উপরে খাবার বিতারণ করা হচ্ছে। পরে জিজ্ঞেস করে জানতে পারলাম দুই টাকায় খাবার বিক্রি হচ্ছে। এ সময় আলোর পথে সিরাজগঞ্জ এর উপদেষ্টা শিশির আলম বলেন, আলোর পথে সিরাজগঞ্জ এই সংগঠনের উদ্যোগে পঞ্চম বারের মতো সুবিধা বঞ্চিত এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হলো।
সবার দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন, সারাজীবন গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি এজন্য এমন আয়োজন। ২ টাকার খাবার বিষয়ে তিনি আরো বলেন দুই টাকা নেওয়ার উদ্দেশ্য হলো যে খাবার নিবে সে যেন মনে না করে খাবারটা আমি দুই টাকা দিয়ে কিনে খেলাম, সে যেন মনে না করে যে খাবারটা অনুদান হিসেবে পেলাম।
আর এই সংগঠনের আয় আসে স্যোসাইল মিডিয়া ফেসবুকের বন্ধুদের আর্থিক সহযোগিতায় এই সংগঠনটি পরিচালনা করা হয়।আসুন গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াঁয় তাদের সুখ দুঃখ ভাগ করে নেই।খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন,
আলোর পথে সিরাজগঞ্জ সংগঠনের উপদেষ্টা মোঃ সাব্বির আহম্মেদ, হিমন তালুকদার,রাশেদ মামুন, তুশার আহম্মেদ জেপু,ডি এম ফারুক,এবং সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সভাপতি জাকিরুল ইসলাম (জাকির) সহ সদস্য নাঈম,কাওসার,
মাসুদ সহ এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন,জাগরণী টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি এস এম ময়নুল হোসাইন,চ্যানেল এস এর উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন সহ স্থানীয় জনসাধারণ।উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে আলোর পথে সিরাজগঞ্জ ফাউন্ডেশন (২ টাকার খাবার) বিতারণের কার্যক্রম ।