প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১৫:৩১
নোয়াখালী জেলার হাতিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও বিক্ষোভ ও মানববন্ধন করেছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। বিক্ষোভ ও মানববন্ধন শেষে বক্তারা ৭২ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে একটি জন্মতারিখ সংক্রান্ত প্রত্যয়নকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। হাতিয়া দ্বীপ সরকারি কলেজের প্রভাষক জনাব আজগর হোসেন রুবেল কে নিজ কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে অপমান অপদস্থ ও আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ করে অনতিবিলম্বে তাঁর প্রত্যাহার দাবী করেছে সাধারন ছাত্রছাত্রীরা। এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে নজরুল ইসলাম রাজু, জহির উদ্দিন স্বপন, সাজেদ উদ্দিন, শাকিল শামীম, জামিল ইসলাম রকি, শেখ শামীম, লিমনসহ অনেকে বক্তব্য রাখেন। ।
ভুক্তভোগী শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের শিক্ষক আজগর হোসেন একটি ভুয়া জন্মসনদের আবেদনে সত্যায়িত করেছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে আরো উত্তেজিত হয়ে যায়। পরে তার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমি ডেকে এনে বিষয়টি দেখাই। সেও বিষয়টি দেখে জন্ম সনদের আবেদনে সত্যায়িত করার বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন। পরে তারা চলে যান। এখানে কাউকে লাঞ্ছিত করা হয়নি।