প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৯
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার কালিকাবাড়ি গ্রামে।নিহত যুবকের নাম নূরুল আমিন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল আমিন বিরোধপূর্ণ জমিতে মঙ্গলবার বিকালে ঘর তুলতে যান। এ সময় হাসান আলী, শাহিন মিয়া, লাল মিয়ারা এসে বাধা দেয়। তখন উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে নূরুল আমিন নিহত হন। এ ঘটনায় নিহতের বড়ভাই নুর উদ্দিন বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।