প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪
সারা দেশের মতো নরসিংদীর পলাশ উপজেলায় করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ স্থানটিতে প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদেকুর রহমান। পরে একজন ডাক্তার, নার্স, পুলিশ সদস্য, সরকারী কর্মকর্তা ও তিনজন ইউপি চেয়ারম্যান করোনা টিকা গ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।