প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৩
নরসিংদীর পলাশে একাধিক মাদক মামলার আসামী বাবুল মিয়া (৩০ )কে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বাবুল মিয়া গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের তারব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন,
গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও গ্রেপ্তারকৃত বাবুল মিয়া নরসিংদী জেলার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।