প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ১৩:৪১
নরসিংদীর পলাশে ঘরহীন-ভূমিহীন অসহায় ২৫টি পরিবার তাদের স্বপ্নের ঠিকানা পাকা ঘরের দলিল পেয়ে খুশিতে আত্মহারা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
শনিবার সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে প্রায় ৭০ হাজার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে মুজিবর্ষ উপলক্ষে পাকা ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে স্ব স্ব উপজেলায় ঘরহীন ও ভূমিহীনদের মাঝে দলিল বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে পলাশ উপজেলার সম্মেলন কক্ষে ২৫টি ঘরহীন ও ভূমিহীন অসহায় মানুষের মাঝে পাকা ঘরসহ ২ শতাংশ করে জমির দলিল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।