প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১৭:৫৩
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন রাজনৈতিকভাবে বর্ণাঢ্য জীবনের অধিকারী। দলের জন্য নিবেদিত এস এম আলমগীর হোসেন তার কর্ম-দক্ষতা ও ত্যাগের মহিমা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়,
দলের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম গুলোতে সামনের সারিতে থাকার কারণে স্থানীয় উপজেলা ও জেলা পর্যায়ের হাইকমান্ড রাজনৈতিক ব্যক্তিদের মাঝে আলমগীর হোসেনের ব্যাপক সুনাম রয়েছে। এস এম আলমগীর হোসেন ১৯৮২ সালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের এক মুসলিম সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন মরহুম নূরুল ইসলাম।
তিনি ছিলেন একজন সফল কৃষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে এস এম আলমগীর হোসেন স্কুল জীবনেই ছাত্র রাজনীতিতে পদার্পণ করে। স্কুল জীবনেই ছাত্রলীগের স্কুল কমিটিতে টানা দ্বিতীয় বারের মতো সভাপতির দায়িত্ব পালন করে।
এরপর ১৯৯৭ সালে পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে পলাশ শিল্পাঞ্চল কলেজে ভর্তি হন।কলেজে অধ্যায়ন কালে ততকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ ইলিয়াস ও সহ-সভাপতি ওবায়দুল কবির মৃধার সহযোদ্ধা হয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গজারিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০০১ সালে গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়কের দায়িত্ব পালনকালে পুরো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগকে সংসংগঠিত করে ২০০৩ সালের ২১ অক্টোবর নির্বাচনের মাধ্যমে এস এম আলমগীর হোসেন গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হন। তারপর ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান আলমগীর হোসেন।
এরপর ২০১৯ সালের ১০ অক্টোবর গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বর্তমানে এস এম আলমগীর হোসেন সুনামের সহিত গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য এই রাজনৈতিক ব্যক্তি এস এম আলমগীর হোসেনের সাথে একান্ত আলাপকালে তিনি বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে আওয়ামী রাজনীতিতে পদার্পণ করেছি। এরপর সাবেক ছাত্র নেতা ও বর্তমান পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধাকে গুরুর আসনে বসিয়ে নরসিংদী-২ থেকে নির্বাচিত সফল সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ ও মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গজারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় দলীয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখে এক সময়ের বিএনপির ঘাঁটিকে ভেঙে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করেছি।
আগামী দিন গুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এই ইউনিয়নে আওয়ামীলীগের বিজয় সু-নিশ্চিত বলে জানান এস এম আলমগীর হোসেন।