প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১৫:১২
আশাশুনি উপজেলার খাজরায় বিশেষ কম্বিং অপারেশ-২০২১ পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সংলগ্ন কপোতাক্ষ নদে এ অপারেশ পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং
অপারেশের সময় কপোতাক্ষ নদে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। মোবাইল কোর্টে ১টি বেহুন্দি জাল ও ০ টি মশারি জাল আটক করা হয় এবং আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় নদ হতে অবৈধ রেণু
পোনা সংগ্রহের দায়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত রেনু নদীতে অবমুক্ত করা হয়। মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তফিজুর রহমান, ক্ষেত্র সহকারী লিটু ঘোষ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।