প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১০:১৮
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তীব্র শীত পড়েছে। শনিবার থেকে উপজেলার চেপে বসেছে শীতের তীব্রতা। আর এই শীতের রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে নেমে পড়লেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল।রাতে দাদার পাশে থাকা গ্রামের বৃদ্বা দাদীর গায়ে কম্বল জড়িয়ে দিতেই উষ্ণতায় হেসে উঠে এক বৃদ্বা মহিলা।
উপজেলার সদরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বুধবার (২৩ ডিসেম্বর ) রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল। উপজেলার সদর এলাকার প্রতিবন্ধী,বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এ কম্বল বিতরণ করা হয়।
এ প্রতিনিধিকেবলেন, উপজেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে।সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন।সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিনও মোঃ শাকিল আহমেদ।