সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০২৪ ০৭:৪৩ অপরাহ্ন
সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের  কমপ্লেক্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 


সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। সরাইল অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।এ সময়  বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নইফা বেগম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তুফছির, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন,অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া,সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, পবিত্র ঈদুল ফিতরের নামাজ নিয়ে কোথাও যেন  কোন প্রকার বিশৃঙ্খলা না হয়। চেয়ারম্যানগণ নিজ ইউনিয়নের মেম্বার ও গ্রাম পুলিশ নিয়ে সমাবেশ করেবেন। কোথাও কোন ধরনের ঘটনার খবর পেলে তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন। আমরা চাইনা ঈদের দিন কোন ধরনের বিশৃঙ্খলা আমাদের সরাইলে হোক। এই ব্যপারে  সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমার কথা অত্যন্ত পরিষ্কার।সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোন ট্রাক্টর বা ট্রাক সরাইল বাজারের ভিতরে  ঢুকতে পারবে না।


 টোটালি নিষিদ্ধ করা হবে। শুধু জরুরী ভিত্তিতে ওষুধের গাড়ি ঢুকতে পারবে। তার আইনগত বৈধতা রয়েছে আমরা তো আর বাধা দিতে পারবো না। মাদকটা একটু বেড়েছে এ ব্যাপারে অভিযান জোরদার করার জন্য উপজেলা চেয়ারম্যানের অনুরোধ জানান।


এদিকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারাএছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্বারোপ করা হয়। 


পরে  একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া'সভাপতিত্বে  সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বাস্তবায়নকরার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।