রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। আহত ব্যক্তির নাম লাল মিয়া (৫৫), তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়ার আব্দুল খালেকের ছেলে। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের দূর্গম চর কুন্ঠাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার সূত্রে জানা যায়, লালমিয়া তার ভাগিনা সাইফুল মোল্লাকে নিয়ে উজানচর ইউনিয়নের মজলিশপুর মৌজার পূর্ব পাড় কুন্ঠাদিয়া চরে ফসল ও লাকড়ি সংগ্রহ করতে যান। সে সময় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা হারুন শেখ, চাচাতো ভাই নাজমুল শেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন ব্যক্তিসহ লালমিয়াকে জোরপূর্বক অপহরণ করে ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের ধুলার চর এলাকার একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যান। সেখানে তাকে লাঠি, সোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
লালমিয়ার ভাগনে সাইফুল শেখ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে এসে স্থানীয়দের কাছে খবর দেন। এরপর স্থানীয় জনগণ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে লালমিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এমন একটি ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ধরনের সহিংসতা বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।