ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনকালে ছাত্রদের মধ্যে কিছু সহিংসতা এবং অশান্তি তৈরি হয়েছিল। এই সময়ে হামলার ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। শেষ পর্যন্ত সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে ক্যাম্পাসে শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের ওপর আরও তদন্ত এবং শাস্তির বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।