গভীর রাতে এসিল্যান্ডের কম্বল পেয়ে খুশি সরাইলের শীতার্ত মানুষ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৭:২৭ অপরাহ্ন
গভীর রাতে এসিল্যান্ডের কম্বল পেয়ে খুশি সরাইলের শীতার্ত মানুষ

শীতার তীব্রতায় কষ্ট পাওয়া সরাইল উপজেলার দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাতে সরাইল উপজেলার পানিশ্বরসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।


এসিল্যান্ডের নেতৃত্বে পানিশ্বর বাজার, বেড়তলা এবং নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় সরাসরি এই কম্বল বিতরণ করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সরাইল উপজেলার জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত পানিশ্বর এলাকায় দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, "এই শীতে যেন কোনো দুঃস্থ মানুষ কষ্ট না পায়, সেজন্য সরকার কম্বল পাঠিয়েছে। বরাদ্দকৃত শীতবস্ত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে।"


কম্বল বিতরণের সময় নৈশপ্রহরী, দিনমজুর, নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন। তাদের জন্য এই সহায়তা আশীর্বাদস্বরূপ হয়ে এসেছে।


সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় প্রশাসনের এই আন্তরিক প্রচেষ্টা দরিদ্র মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সরাইলে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম আরও প্রসারিত করার মাধ্যমে অন্যান্য এলাকার অসহায় মানুষেরাও সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।