বিএসএফের হাত থেকে কোদলা নদী পুনরুদ্ধার করলো বিজিবি !

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন
বিএসএফের হাত থেকে কোদলা নদী পুনরুদ্ধার করলো বিজিবি !

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে দীর্ঘদিন ধরে বিএসএফের নিয়ন্ত্রণে থাকা কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার অংশ অবশেষে বাংলাদেশি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তে কোদলা নদীর পাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি।


সংবাদ সম্মেলনে ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, “মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী প্রবাহিত হলেও এই নদীর প্রায় ৪.৮ কিলোমিটার অংশ এতদিন বিএসএফের নিয়ন্ত্রণে ছিল। ফলে বাংলাদেশের জনগণ নদীতে মাছ ধরা বা দৈনন্দিন কাজ করতে পারতেন না। বিজিবির ধারাবাহিক আলোচনার মাধ্যমে নদীর এ অংশে আমাদের দখল প্রতিষ্ঠা হয়েছে। এখন থেকে স্থানীয়রা নদী ব্যবহার করতে পারবেন।”


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।


সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের কোদলা নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নদীতে মাছ ধরছে এবং গোসল করছে। নদীর দখল ফিরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি এবং উচ্ছ্বাস দেখা গেছে।


মাটিলা গ্রামের কৃষক আলমগীর বলেন, “আগে বিএসএফ আমাদের নদীতে নামতে দিতো না। এখন থেকে নিয়মিত মাছ ধরা এবং নিত্যদিনের কাজ করতে পারবো। এটি আমাদের জীবিকার জন্য বড় সুবিধা।”


স্থানীয়দের মতে, কোদলা নদীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এর ফলে কৃষিকাজ, মাছ ধরা এবং অন্যান্য কাজ নির্বিঘ্নে করা সম্ভব হবে।


৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, “এই সফলতা আমাদের প্রচেষ্টার ফল। আমরা চাই সীমান্তের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের জীবনযাপন করুক এবং সব রকম সুযোগ-সুবিধা ভোগ করুক।”


স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।