বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, "আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ যা করেছে, আমরাও যদি তাই করি, তাহলে বিএনপির পরিণতি তাদের মতোই হবে। বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না।"
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় ভোলার তজুমদ্দিন উপজেলার ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বলেন, "এখনও সাধারণ মানুষের ওপর অত্যাচার-যুলুম চলছে। যতদিন জীবিত আছি, সাধারণ মানুষের ওপর যুলুম হতে দেব না।"
মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে, বিএনপি সেই পথে হাঁটতে চায় না। তিনি অভিযোগ করেন, "আজ্ঞাবহ সরকারের মাধ্যমে ভারত বাজার দখলে নিতে চায় এবং শেখ হাসিনা এ সমস্ত ষড়যন্ত্রে যুক্ত। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একমনে কাজ করছি।"
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অন্যান্য বক্তারা তাদের দলের কর্মকাণ্ড এবং সরকারের বিরুদ্ধে চলমান সংগ্রাম নিয়ে আলোচনা করেন। এতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুবদল নেতা হাসান সাফা পিন্টু, সেচ্ছাসেবক দলের মিজানুর রহমান পাটোয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন।
তারা সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বিএনপির শক্তিশালী আন্দোলন গড়ে তোলার শপথ নেন। বক্তারা জানান, দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।