আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী নাশকতা ও বিস্ফোরক মামলা ও আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - যশোর
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ অপরাহ্ন
আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী নাশকতা ও বিস্ফোরক মামলা ও আটক

যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২২ ডিসেম্বর) পৃথক তিনটি আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং পরে আদালত ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে, ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর হয়েছে।


আত্মসমর্পণকারীদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছেন। 


যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে যশোর সদর উপজেলার ২০ জন, অভয়নগর উপজেলার ১০৫ জন এবং কেশবপুরের ৪২ জন রয়েছেন। আদালতে আত্মসমর্পণের পর তাদের জামিন আবেদন শুনানির পর আদালত ১২৫ জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।


এদিকে, আদালত চত্বরে আত্মসমর্পণকারীদের উপস্থিতিতে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। তারা স্লোগান দেন এবং নিজেদের পক্ষে সমর্থন জানান। পিজন ভ্যানে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে কিছুটা প্রতিবাদ দেখা গেছে।


এই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, এখন তদন্ত এবং মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। 


এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা গেলেও আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।