ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

ইনিউজ৭১ , ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২১:২৬
শেয়ার করুনঃ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও এক বছর ক্ষমতায় থাকতো, তবে তাকে ঝুলিয়ে দেওয়া হতো। শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে এই মন্তব্য করেন।
লুৎফুজ্জামান বাবর জানান, দেশের ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের অবদান ছিল অমূল্য, তবে এখানে কারো একক কৃতিত্ব দিতে তিনি অসম্মত। তার মতে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব আমাদেরই, এবং এই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।
তিনি আরও বলেন, সাড়ে ১৭ বছর কারাগারে থাকার পর আজ এখানে এসে তিনি অবাক, এবং এটা তার কল্পনার বাইরে ছিল। গত ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান। এর আগে ১৪ জানুয়ারি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।

বাবরের মুক্তি পাওয়ার পর তার রাজনৈতিক অবস্থান এবং বক্তব্যগুলি বেশ আলোচিত হচ্ছে। তার মতে, ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে সেই আন্দোলনগুলো আরো শক্তিশালী হবে।
এছাড়া, তিনি বলেছেন যে গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং তাদের পাশে থাকা কর্তব্য।

সর্বশেষ সংবাদ















