শ্রীমঙ্গলে রজতজয়ন্তী উদযাপনে যুগান্তরের গৌরবময় পথচলার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে রজতজয়ন্তী উদযাপনে যুগান্তরের গৌরবময় পথচলার প্রশংসা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার রাতে কলেজ রোডের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  


অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।  


সভায় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, কোষাধ্যক্ষ এহসানুল হক, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। এছাড়া কালের কণ্ঠ, নয়া দিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, দিনকালসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।  


বক্তারা যুগান্তরের সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। বিশেষ করে সামাজিক সমস্যাগুলো তুলে ধরায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক ফল বয়ে আনে।  


অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ২৫ বছর ধরে যুগান্তর পাঠকের আস্থার প্রতীক হয়ে আছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাংবাদিকরা সাহসী ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।  


বক্তারা আরও বলেন, যুগান্তর শুধু সংবাদ পরিবেশনেই নয়, প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্যের সন্ধানে নির্ভীক অবস্থান গ্রহণ করায় যুগান্তর সমাজের নানা অসঙ্গতি উন্মোচন করতে সক্ষম হয়েছে, যা গণমানুষের জন্য কল্যাণকর।  


উপস্থিত অতিথিরা যুগান্তরের দীর্ঘ পথচলার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে পারে। অনুষ্ঠানের শেষে কেক কেটে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়।