কুপির আগুন কম্বলে লেগে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ন
কুপির আগুন কম্বলে লেগে বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কুপির আগুনে কম্বলে লেগে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম অইচন বেওয়া (৭০), তিনি ওই গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী। 


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবারের পর বৃদ্ধা অইচন বেওয়া কম্বল দিয়ে শরীর ঢেকে ছিলেন। এ সময় কুপির আগুন কম্বলে লেগে যায়, কিন্তু বৃদ্ধা তা বুঝতে পারেননি। ফলে আগুনের তাপমাত্রায় তার শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। 


পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, এরই মধ্যে বৃদ্ধার মৃত্যু ঘটে। প্রতিবেশীরা জানান, অইচন বেওয়া বৃদ্ধা হওয়ায় চলাচল করতে পারতেন না, তাই তিনি নিজের ঘরেই ছিলেন। 


ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কোনও প্রকার অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করছেন।" 


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে কুপির আগুনে কম্বলে লেগে বৃদ্ধার মৃত্যু হয়েছে।" 


এ ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।