দিনাজপুরের নবাবগঞ্জে কলেজ ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এম সাজেদুল ইসলাম সাগর প্রতিনিধি নবাবগঞ্জ
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৩:৩৪ অপরাহ্ন
দিনাজপুরের নবাবগঞ্জে কলেজ ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় কলেজ ভবন নির্মাণকে কেন্দ্র করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দাউদপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনে অংশ নেন। 


মানববন্ধনে বক্তারা দাবি করেন, কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য পরিকল্পিত স্থানে খেলার মাঠটি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা জানান, দাউদপুর ডিগ্রী কলেজের মাঠ একটি ঐতিহ্যবাহী খেলার স্থান, যেখানে এলাকার তরুণ প্রজন্ম শারীরিক শিক্ষা এবং বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। বক্তারা বলেন, "যদি খেলার মাঠ নষ্ট হয়, আমরা আমাদের শরীরের রক্ত দিয়ে হলেও এ মাঠ রক্ষা করব।" 


এছাড়া বক্তারা উল্লেখ করেন, "সুস্থ শরীর এবং সুস্থ মন চায় প্রতিটি মানুষ। তাই খেলার মাঠটি ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তারা আরও বলেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক কার্যক্রম অপরিহার্য, তাই কলেজের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে পরিবর্তন আনার দাবি জানানো হয়। 


মানববন্ধন শেষে, দাউদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, কলেজের মাঠ দক্ষিণ (পূর্ব-পশ্চিম) দিকে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও এর ফলে খেলার মাঠটি ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, ভবনটি কলেজের অন্যান্য অংশে নির্মাণ করা হোক, যেন মাঠটি অক্ষত থাকে এবং শিক্ষার্থীরা শারীরিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে। 


এছাড়া, স্মারকলিপিটি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। এলাকাবাসী তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। 


এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ অনেকে। মানববন্ধন শেষে স্থানীয়রা দৃঢ় সংকল্প ব্যক্ত করে মাঠ রক্ষার জন্য একত্রিত হতে অঙ্গীকার করেন।