কালিয়াকৈরে মানবাধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ আহ্বান

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ন
কালিয়াকৈরে মানবাধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ আহ্বান

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল "আমাদের ভবিষ্যৎ, আমাদের অধিকার", যা মানবাধিকারের গুরুত্ব ও এর সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে।


উপজেলার সংস্থার কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালিটি সকাল ১১টায় শুরু হয়। এটি উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লতিফপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সংস্থার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভাটি হয়। সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। এছাড়া সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম অভি, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সংস্থার সহ-সভাপতি মো. ইউনুস আলী, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, ডাঃ আমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মীর মো. সোহেল রানা এবং সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার বক্তব্য প্রদান করেন।


বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন, মানবাধিকারের সুরক্ষা দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করে।