সিরাজগঞ্জে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ১২:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আঙ্গুর (৪৮) মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহত আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং তিনি পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। 


কারাগারের জেলার আবু নূর মো. রেজা জানান, গত ১ নভেম্বর রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার হয়ে আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ জেলা কারাগারে আসেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 


এ বিষয়ে ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কারাগার কর্তৃপক্ষ। 


আতাউর রহমান আঙ্গুরের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।