নওগাঁর ধামইরহাটে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। তিনি নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর জোর দেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। তিনি নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বাল্যবিবাহ প্রতিরোধের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ ধরনের সমস্যার সমাধান এককভাবে সম্ভব নয়; বরং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
আলোচনা সভায় জীবনের দুঃসময় অতিক্রম করে জয়িতা হওয়া তিন নারীর করুণ কিন্তু অনুপ্রেরণাদায়ক গল্প উঠে আসে। জয়িতা জেসমিন আক্তার, মরিয়ম বেগম এবং ২০১৩ সালের জয়িতা মরিয়ম বেগম তাদের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দুঃসময়ের মধ্যে থেকেও আত্মপ্রত্যয় ও কর্মদক্ষতার মাধ্যমে সফলতা অর্জনের বার্তা দেন।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগগুলো ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, এবং ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম। তারা সবাই নারী অধিকার এবং নির্যাতন প্রতিরোধে নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।