শ্রীমঙ্গলে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০২৪ ০৭:১২ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

মৌলভীবাজরের শ্রীমঙ্গলে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ডিসেম্বর) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার (ইনক্) আর্থিক সহযোগীতায় চিকিৎসাসেবা প্রদান করন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।


চিকিৎসা প্রদান করেন, ডা: ইফফাত জাহান তানিয়া, ড: মিথিলা, ড: আব্দুল মান্নান, ডা: অঞ্জন দেবনাথ ও ডা: আব্দুল বাতেন তালুকদার।


দিনব্যাপী চক্ষু শিবিরে ৬শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। তাদের বিনামূল্যে ১শ ৫০জনকে বিনামুল্যে চাশমা  ও ঔষধ প্রদান করা হয। এরমধ্যে ৮৭ জনকে বাছাই করে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপর কৃষ্ণপ্রদ কালোয়ার, সদস্য সচিব সাংবাদিক মো: কাওছার ইকবাল, অধ্যাপক রফি আহমদ চৌধূরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মো: আব্দুর রউফ তালুকদার, এ,এন,এম ওয়াহিদুজ্জামান, রহিমা বেগম, সহযোগী অধ্যাপক সুদর্শন শীল ও প্রভাষক মো: সাইফুল ইসলাম।