সিলেটে শীতের প্রকোপ বাড়তেই শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ন
সিলেটে শীতের প্রকোপ বাড়তেই শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট অঞ্চলে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ভিড় করছেন অভিভাবকরা। অধিকাংশ শিশু নিউমোনিয়া, কাশি, জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত।  


সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার অভাবে এক শয্যায় ৩-৪ জন করে শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩টি শিশু ওয়ার্ডে মাত্র ১০৬টি শয্যার বিপরীতে ৭ শতাধিক শিশু ভর্তি রয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, রোগীর চাপ সামলাতে এক শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  


এদিকে, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতেও শিশু রোগীর ভিড় বেড়েছে। উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এটিএম তারেক রাসেল মিশু জানান, হাসপাতালের এনআইসিইউ পুরোপুরি পূর্ণ, নতুন রোগী নেওয়ার জায়গা নেই।  


শুক্রবার শান্তিগঞ্জ উপজেলার সালেহা খাতুন (৩০) তার শিশু সন্তানকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। একই সমস্যায় পড়েছেন ছাতক উপজেলার রহিমা বেগম, যিনি একাধিক হাসপাতালে গিয়ে সিট না পেয়ে ফিরে যান।  


সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, তাপমাত্রা হ্রাস পাওয়ায় শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। অধিকাংশ শিশু কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত। তিনি অভিভাবকদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান।  


ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় শংকর দত্ত বলেন, শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে ঘর গরম রাখা, সুষম খাবার সরবরাহ, এবং ধুলাবালি থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি।  


এ অবস্থায় সংশ্লিষ্টরা অভিভাবকদের সচেতনতার পাশাপাশি হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন। সিলেটের এই পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।