গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে দখলকারীদের হামলায় ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযানের সময় হামলার এ ঘটনা ঘটে। হামলায় ইউএনওর গাড়ি ও আরও দুটি গাড়ি, পাশাপাশি দুটি এস্কেভেটর মেশিন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানে অংশ নেয়া দলটি সকালে অভিযান শুরু করে এবং শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার এবং বনকর্মীরা অংশ নেয়। তবে, অভিযানের শেষের দিকে বনের জমি দখলকারীরা একত্রিত হয়ে মেশিন এবং কর্মকর্তাদের উপর ইট-পাটকেল ছোড়ে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, ইউএনওর গাড়িচালক আ. হানিফ, স্টাফ আশিকুর রহমান এবং অন্যান্যদের শরীরে ইটের আঘাতে তারা আহত হন। আহতদের মধ্যে কিছুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, "এ হামলার ঘটনায় আমরা কিছু হামলাকারীর নাম পেয়েছি, যাদের মধ্যে সিরাজুল ও তার পরিবারের সদস্যরা রয়েছেন। এছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।" তিনি আরও বলেন, বন বিভাগ এই ঘটনায় মামলা করবে এবং উপজেলা প্রশাসনও অভিযোগ জানাবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৪৯ নম্বর কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। গত কয়েকদিন ধরে দখলকারীদের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করা হয়, কিন্তু তারা জবরদখল ধরে রাখে। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়, যা শেষ পর্যন্ত হামলার শিকার হয়।
এদিকে, হামলার পর পুলিশ ২ হামলাকারীকে আটক করেছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। শ্রীপুর উপজেলা প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে এবং বন বিভাগও তার আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে নিশ্চিত করেছে।
এই হামলার ঘটনায় শ্রীপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা আশঙ্কা করছেন, ভবিষ্যতে আরও সহিংস ঘটনা ঘটতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।