চট্টগ্রাম জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, “চট্টগ্রাম মহানগরীতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি দেশের জনগণকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এপিপি সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির বলেন, “আমার প্রিয় সহকর্মী সাইফুল ইসলামের নির্মম মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।”
তিনি আরও বলেন, “দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দলীয় কর্মী, ছাত্র-জনতা এবং জনগণের প্রতি আহ্বান জানাই, কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের জনগণ অতীতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেছে এবং ভবিষ্যতেও তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।