কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৮)।
পুলিশের তথ্যমতে, জোবায়ের তার বাড়ির পাশের এলাকায় কয়েকজন স্থানীয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, "স্থানীয়দের ধারণা, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ফলে এই হত্যাকাণ্ড ঘটেছে।" তিনি আরও জানান, টেকনাফের আশপাশের পাহাড়ে সক্রিয় কিছু দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এবং তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ চলছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।